বিভিন্ন মেয়েলী রোগের ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা

কম বয়সী মেয়েদের সাদা স্রাব হলে :

(১) আধ চামচ চিনি, আধ চামচ বটপাতা গুঁড়ো ও এক চামচ অশোক ছাল একবার করে খাওয়ান।

(২) আধ চামচ মৌরি, আধচামচ জোয়ান ও দশটি নিমপাতা ফুটিয়ে সেই জল দিয়ে যোনি ধোওয়ান।

(৩) চারটি ডালিম ফুল বেটে এক চামচ আখের গুড় ও আধ চামচ সাদা চন্দন গুঁড়ো এক কাপ দুধ দিয়ে খাওয়ান।

(৪) অতিরিক্ত সাদা স্রাব হলে 1 গ্রাম যজ্ঞ ডুমুরের ছাল ও দুই গ্রাম শিমুলছাল গুড়ো ভিজিয়ে সেই জল দিনে একবার খাওয়ান।

মাসিকের সময় পেট ব্যথা ও ঠিকমতো স্রাব নাহলে।

(১) অশোক ছাল আধ চামচ, সহদেবী আধাচামচ জলে সিদ্ধ করে একদিন অন্তর খাওয়ান।

(২) চার চামচ উচ্ছে পাতার রস গরম জল দিয়ে খাওয়ান।

(৩) 1 গ্রাম হরিতকী গুঁড়ো, গরম জলে ভিজিয়ে রাত্রে শোবার আগে খাওয়ান।

(৪) আধা চামচ মেহেন্দি ও আধা চামচ ওলট কম্বল ও পাঁচটা লবঙ্গ গরম জলে দিয়ে খেলে কোমরের ব্যথাতে বিশেষ উপকার হয়।

অতিরিক্ত ঋতুস্রাব হলে

(১) চারটে জবাফুল একটা লাল পদ্ম বেটে বড়ি তৈরি করে খাওয়ান।

(২) এক চামচ ভৃঙ্গরাজ এক কাপ দুধ দিয়ে দুবার খাওয়ান।

(৩) 1 গ্রাম ভুঁইকুমড়ো ও এক চামচ রক্ত চন্দন বাটা এক কাপ দুধ দিয়ে খাওয়ান।

(৪) অশোক ছাল গুঁড়ো এক চামচ, যষ্টিমধু এক চামচ জল দিয়ে ফুটিয়ে খাওয়ান।

যোনিতে চুলকানি হলে:

(১) আধ চামচ করে অশত্থ ও অশোক ছাল এবং নিশিন্দা জলে ফুটিয়ে তাতে যোনি ধোওয়ান।

(২) আধ চামচ কুল গুঁড়ো ও এক চামচ আখের গুড় দিনে দুইবার জল দিয়ে খাওয়ান।

(৩) যোনিতে বৃহতী ফলের রস লাগান।

(৪) নিমপাতা বেটে যোনিতে প্রলেপ দিলে এই রোগ সেরে যায়।

(৫) জল ফুটিয়ে ওই জলে অল্প ফিটকিরি মিশিয়ে যোনি ধোওয়ান।

রোগাটে চেহারায় মাসিক ঠিকমতো হয় না:

চার চামচ থানকুনি পাতার রস ও এক গ্লাস দুধ দিনে একবার করে খাওয়া উচিত।

মৈথুনের সময় বুকে ব্যথা ও যোনিতে যন্ত্রণা হলে:

চার চামচ ওলট কম্বল ও চারটে বাতাসে একবার করে খাওয়াবেন।

মিলনের সময় যৌনবোধ না হলে :

1 গ্রাম কাঁচা সুপারি ও এক গ্লাস দুধ প্রতিদিন খাওয়ান।

মিলনে বিরক্তিভাব :

আধা চামচ করে অশোক,নিশিন্দা ও কুড় জলে দিয়ে খাওয়ান।

বুকে দুধ কম থাকলে :

চারটি পালতে মাদার পাতার রস ও নারকেল বাটা 1 চা চামচ মিশিয়ে দিনে একবার খাওয়ান।

আধা চামচ মৌরি, আমলকি, নিশিন্দা জলে ফুটিয়ে দিনে একবার খাওয়ান।

স্তন ঝুলে পড়ল ও প্রচন্ড ব্যথা হলে:

এক চামচ পরিমাণ হলুদ, ধুতরা পাতা, আমলকী, আম আঠা গরম করে স্তনে লাগানো উচিত।


স্তনকে বড় করবার জন্য :

সমপরিমাণ আমলকি, গাম্ভীর, লজ্জাবতী তিল তেল দিয়ে ফুটিয়ে ওই তেল দিয়ে মালিশ করা।

স্তন অতিরিক্ত বড় হলে কমাবার জন্য :

সমপরিমাণ কুল ও মসুর ডাল বাটা আধা ঘণ্টা লাগিয়ে রাখা।

স্তনের গঠন ঠিক রাখতে :

আধ চামচ কুড় ও গম্ভীর এবং দুই চামচ শতমূলী দিনে একবার জল দিয়ে খাওয়ান।

কোমরে ব্যথা:

ঋতুকালে প্রায়ই হয়।দশগ্রাম কমলালেবুর খোসা, দুই গ্রাম করে হিং ও গোলমরিচ চূর্ণ করে তার সাথে 50 গ্রাম কালো তিল ভাজা দিয়ে পাচন করে সাতদিন খেলে সেরে যাবে।

তারপিন তেল ও তিল তেল মিশিয়ে কোমরে মালিশ করলেও ব্যথা চলে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *