১* কচি বেগুন পুড়ে রোজ সকালে খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার দরুন লিভার বেড়ে যাওয়া কমে যাবে,
২* লিভারের দোষের জন্য চেহারায় হলদেটে ভাব এলে তা ক্রমশ কমে যায়।
৩* যাদের ঘুম ভালো হয় না তাঁরা যদি একটু বেগুন পোড়ায় মধু মিশিয়ে সন্ধ্যাবেলা চেটে খান তাহলে তাঁদের রাত্রিবেলা ভালো ঘুম হবে।
৪* বেগুনের তরকারি ,বেগুন পোড়া, বেগুনের সুপে একটু করে হিং ও রসুন রোজ মিশিয়ে খাওয়া যায় তাহলে বায়ুর প্রকোপ তো কমবেই যদি কারো পেটে বায়ু গোলকের সৃষ্টি হয়ে থাকে সেটাও কমে যায় বা সেরে যায়।
৫* মহিলাদের অনিয়মিত ঋতু না হলে বা কোনো কারণে বন্ধ হয়ে তাঁরা যদি শীতকালে নিয়ম করে বেগুনের তরকারি বাজরার রুটি এবং গুড় খান তাহলে উপকার পাবেন। অবশ্য যাদের শরীরে শরীরে গরমের ধাত বেশি তাঁদের পক্ষে এটা না খাওয়াই ভালো।
৬* নিয়মিত বেগুন খেলে প্রস্রাব পরিষ্কার হাওয়ার প্ররোম্ভীক অবস্থায় কিডনির ছোট পাথরেও গলে গিয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়।
৭* মুরগির ডিমের সাইজের ছোট গোল সাদা বেগুন অর্শ রোগের পক্ষে খুব উপকারী।
৮* বেগুনের পুলটিস বাঁধলে ফোঁড়া তাড়াতাড়ি পেকে যায়।
৯* বেগুনের রস খেলে ধুত্রার বিষ নেমে যায়।