লবঙ্গ খাওয়ার উপকারিতা জেনে নিন

সুগন্ধি মশলা হিসাবে দেশে – বিদেশে সুপারিচিত। পানের সঙ্গে বা আলাদা ভাবে রস শুদ্ধি হিসাবেও লবঙ্গের ব্যবহার হয়। এতেও রয়েছে নানা ভেষজ গুন। লবঙ্গ নানা রোগে বিকার নষ্ট করে, অনুপান হিসাবে অন্য ভেষজর সঙ্গে এর ব্যবহার হয়।এককথায় লবঙ্গ একটি ঘরোয়া ওষুধ।

রোগ – ভোগে লবঙ্গের ব্যবহার :

কৃমি : বিশেষ করে বাচ্চাদের কুচো কৃমি নষ্ট করার জন্য লবঙ্গের গুঁড়ো মধুর সঙ্গে মেড়ে খাওয়াতে হবে।

কাশি : লবঙ্গ, বহেড়া, গোলমরিচ খয়ের সমমাত্রায় নিয়ে একসঙ্গে বেটে নেবেন, তার সঙ্গে বাবলা ছালের ভেতরের দিকের নরম অংশ নিয়ে পাচনের মতো তৈরি করবেন। ওই মিশ্রণ থেকে ছোলার দানার মতো গুলি করতে হবে। এই গুলি একটি করে দিনে দুই তিন বার মুখে ফেলে চুষলে কাশি বন্ধ হবে।

মুখের দুর্গন্ধ : লবঙ্গ উত্তম মুখশুদ্ধি এবং দুর্গন্ধনাশক। লাবঙের দুই তিনটি দানা ফেলে চুষলে মুখের দুর্গন্ধ দূর হবে, লবঙ্গ গলার স্বরও পরিষ্কার করে।

দাঁতের রোগ : লবঙ্গের তেল আঙুল দিয়ে মাড়িতে ঘষলে দাঁতের পোকা নষ্ট হয়। দাঁত ব্যথা, মাড়ি ফোলাও সেরে যায়।

নালী- ঘা : কয়েকটি লবঙ্গ ও হলুদ জলের সঙ্গে বেটে নালী ঘায়ের ওপরে লেপন করলে উপকার পাওয়া যায়।

কলেরা : লাবঙ্গের তেল কয়েক ফোঁটা বাতাসার মধ্যে দিয়ে সেবন করলে বমি ও দাস্ত বন্ধ হয়। এই যোগ পেটের ব্যথা ও গ্যাসের রোগেও উপকারী।

রাতকানা রোগ : ছাগলের দুধের সঙ্গে লবঙ্গ ঘষে চোখে কাজলের মতো লাগালে রাতকানা রোগে উপকার পাওয়া যায়।

মুত্র আবারোধ : জলের সঙ্গে লবঙ্গ গিলে খেলে মূত্র কৃচ্ছতা দূর হয়।

হৃদয় বিকার : জলের সঙ্গে লবঙ্গ বেটে সামান্য মিছরির চূর্ণ মিশিয়ে খেলে হার্টের কষ্ট প্রশ্রমিত হয়।

উদর বিকার : লবঙ্গ গুঁড়ো জলে ফুটিয়ে রোগীকে সেবন করাবেন এতে পেটের ব্যথা, গ্যাস, অজীর্ণ ইত্যাদি উপকার পাওয়া যায়।

জ্বর : লবঙ্গ ও চিরতা সমমাত্রায় জলের সঙ্গে বেটে দিনে তিনবার করে খেলে সাধারণ জ্বরে উপকার পাওয়া যায়।

 

*** লবঙ্গের আরও উপকারিতা সম্বন্ধে জানতে আমাদের ওয়েব সাইট রোজ ভিজিট করুন । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *