বমি হলে কি করনীয় (What to do if vomiting)

হটাৎ করে আপনার বমি বমি ভাব লাগলে বা বমি হলে আপনার কাছ পিঠে কোন ডাক্তার না থাকলে আপনি কি করবেন ? 

বন্ধুরা হঠাৎ করে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে ভয় পাওয়ার কোন কারন নেই , ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে উপশম প্যাঁতে পারেন ।   

বমির ঘরোয়া চিকিৎসা (Home Remedies for Vomiting)

***৫ গ্রাম মৌরি 2 কাপ জলে সেদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ঠান্ডা করতে হবে। পরে ওই জল সারা দিনে ২ বার সকালে ও বিকালে খালিপেটে খেতে হবে।

*** ডালিমের রস ১থেকে 2 চা চামচ অল্প লেবুর রস ও সৈন্ধব লবন দিয়ে খেতে হবে।

*** দুই ইঞ্চির মতো লতা গুলাঞ্চের ডাল চাকা চাকা করে কাটে থেঁতো করতে হবে। এই থেঁতো ডাল আধ কাপ জলে ১-২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পরে সারা দিনে এই জলে দু থেকে তিন বার খেতে হবে।

*** পুদিনা পাতা ৮-১০ টা বেটে তাতে পুরানো তেঁতুলের মাড়ি (১চা চামচ ) একটু চিনি ও সৈন্ধব লবন দিয়ে, প্রতিবার আধ কাপ জলের সঙ্গে সারা দিনে ২ থেকে ৩ বার খেতে হবে।

*** শুষ্ক আমলকি ৩-৪ গ্রাম ১ কাপ জলে ভিজিয়ে, ঘন্টা দুই বাদে জল টা বের কোরে নিতে হবে। এই জল একটু চিনি মিশিয়ে অল্প অল্প করে খেতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *