শিশুপালন চার থেকে ছয় মাস পর্যন্ত
(১) এই সময় প্রতিদিন সকালে বাচ্চাকে ৪ ফোঁটা মধু খাওয়াবেন। মধু সবদিক থেকেই উপকারি। রোগ নিরোধক। বাচ্চার ওজন বাড়ায়। দাঁত উঠতে কষ্ট হয় না। (২) রাতে একটা বাদাম ভিজিয়ে রাখতে হবে। সকালে সেটা চন্দনের মতো বেটে আঙুলে করে প্রতিদিন সকালে মধু খাওয়াবার ঘন্টা দুই তিন পরে খাওয়াতে হবে। বাদাম মন ও মস্তিস্ক পুষ্ট করবে। (৩) …