ম্যালেরিয়া রোগের সহজ প্রাকৃতিক চিকিৎসা

ম্যালেরিয়া একটি জীবাণু ঘটিত রোগ। বারে বারে জ্বর হওয়া এবং কমে যাওয়া এর একটি প্রধান উপসর্গ। এটি একটি সারা পৃথিবীতে ছড়িয়ে পরা রোগ, ম্যালেরিয়া চার প্রকার দেখা যায় – -(১) ভাইভ্যাক্স (২) ফ্যালসিফেরাম ( ৩) ম্যালেরিয়া (৪) ওভেল।

উপসর্গ :

(১) জ্বর ( উচ্চ তাপমাত্রায় ) (২) প্রতিদিন বা একদিন অন্তর জ্বর আসে। সাথে মাথাযন্ত্রনা এবং কাঁপুনি।

ম্যালেরিয়া একটি পারজীবি যাকে প্লাসমোডিয়াম বলে। সাধারণত : লিভারের সমস্যা থেকেও হতে পারে।

ম্যালেরিয়া রোগে যোগ প্রাকৃতিক চিকিৎসা :

( ১) প্রথম সাত থেকে দশ দিন কমলালেবুর রস খেয়ে উপবাস বিধি পালন, যেটা অবশ্যই নির্ভর করবে জ্বরের অধিক্যের ওপর।

(২) অল্প গরম জলে এনেমা নেওয়া, জ্বর কমলে ফল খাওয়া তার সাথে দুধ যুক্ত করা যেতে পারে।

( ৩) সুষম খাদ্যভাস তার সাথে দানা জাতীয় খাবার, কাঁচা সব্জি ও ফল।

(৪) ঠান্ডা জলের পট্টি সারা দেহে ব্যবহার করা। দারুচিনি খুবই প্রয়োজনীয় সবধরণের জ্বরের ক্ষেত্রে। ফিটকারী ও ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয়। এই ফিটকারীকে গরম করে প্রতি চার ঘন্টা অন্তর ব্যবহার করা, তুলসী পাতা খুবই প্রয়োজনীয় ম্যালেরিয়া প্রতিরোধের ক্ষেত্রে।

পরিশেষে, বলা যায় প্রকৃতিমুখী চিকিৎসা ম্যালেরিয়ার মতো রোগের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমিকা রাখে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *